শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Metro: গঙ্গার নীচে উচ্ছ্বাসের ঢেউ, ইতিহাস সৃষ্টি করল কলকাতা মেট্রো

Riya Patra | ১৫ মার্চ ২০২৪ ০৯ : ৫৮Riya Patra


রিয়া পাত্র, কৌশিক রায়

"পরবর্তী স্টেশন মহাকরণ"। প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ১৫ মার্চ ঠিক সকাল ৭ টায় প্রবল উচ্ছ্বাস ধ্বনি দিয়ে শুরু হল যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল। এক কথায় দেশের প্রথম, যাত্রী নিয়ে নদীর তলা দিয়ে ছুটে গেল মেট্রো। ঠিক ৭.০৩ এ মেট্রো পৌঁছে গেল মহাকরণ এবং ঠিক তার ২ মিনিটের মাথায় প্রবল উচ্ছ্বাস, আনন্দে ফেটে পড়লেন যাত্রীরা। মেট্রো তখন গঙ্গার নীচে। গঙ্গার জল স্তরের নিচে সুড়ঙ্গ কেটে তৈরি হয়েছে মেট্রোর পথ। যাত্রীদের কাছে "নদীর নিচে মেট্রো" বিষয়টি আরও স্পষ্ট করতে কয়েক সেকেন্ডের টানেলে কাঁচের বাইরে দু" দিকে নীল আলোক সজ্জা। যেন তাঁরা যাচ্ছেন একেবারে জলের মাঝখান দিয়েই। চিৎকার, উচ্ছ্বাস এমনকি উঠল জয় শ্রী রাম ধ্বনিও। 

২০০৯-এ ভিত্তিপ্রস্তর স্থাপন, ২০১৭ সালে শুরু হয় কাজ। নানা প্রতিবন্ধকতার পেরিয়ে কাজ সম্পন্ন হওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ মার্চ এই লাইনের উদ্বোধন করেন। ১৫ মার্চ প্রথমবার যাত্রী নিয়ে শুরু হল চলাচল। মেট্রো চলাচল শুরু আগে থেকেই স্টেশনের বাইরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন রাত আড়াইটা, কেউ বা ভোর ৪টায়। কেউ সোদপুর থেকে এসেছেন, কেউ বনগাঁ থেকে। তাঁরা সাক্ষী থাকতে চেয়েছিলেন গঙ্গা দিয়ে সে মেট্রো ছুটে যাবে, তার প্রথম সওয়ারি হওয়ার। বিশ্বজিৎ রায়, পেশায় চিকিৎসক। ভোর বেলা ছুটে এসেছেন তিনি বারুইপুর থেকে, অন্যদিকে বনগাঁ থেকে এসেছেন ভারতী রায়, তিনি আবার অফিস কেটে এসেছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। ৮২ বছরের, তাঁর নেশা, যেকোনও ট্রেন, মেট্রোর প্রথম সওয়ারি হওয়ার। সোদপুর থেকে নাতিকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি ধর্মতলায়। এশিয়ার প্রথম নদীর তলা দিয়ে যে মেট্রো ছুটবে, তাতে সওয়ারি হয়ে সাক্ষী হলেন তিনি। মেট্রোর প্রথম যাত্রী কে হলেন? তা নিয়েও কিন্তু বেশ কৌতূহল ছিল। সল্ট লেকের রাজীব রায়, রাত ২.৩০ টা থেকে হাজির ছিলেন ধর্মতলায়। প্রথম টিকিট কাটলেন তিনি, মেয়েদের মধ্যে প্রথম টিকিট কাটলেন ভবানীপুরের উপাসনা ঘোষ। ট্রেন চলতে শুরু করার পর থেকেই মূহূর্মুহু উচ্ছাসে ফেটে পড়েন সকলেই। ধর্মতলা থেকে হাওড়া ময়দান, মোট ৪টি স্টেশন পেরোতে সময় লাগল ১০ মিনিট।
 সড়ক পথে যে পথ অতিক্রম করতে সময় লাগে অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট। সেই রাস্তা ১০ মিনিটে যাওয়ায় ভীষণ খুশি নিত্য যাত্রীরা। অনেকেই জানালেন, এবার তাঁরা সেই পথেই যাতায়াত করবেন বলে জানালেন।

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র কার্যতই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান মুহূর্তে জানালেন, "চ্যালেঞ্জিং ছিল, কলকাতার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল। কলকাতার মানুষ এবার শুধু রসগোল্লার জন্য গর্ব করবেন না, গঙ্গার নিচে দিয়ে চলা মেট্রো রেল নিয়েও গর্ব করবেন। খুব কম খরচে মানুষের জন্য সুগম যাতায়াত ব্যবস্থা শুরু হল। কলকাতা মেট্রো দেশবাসীর জন্য।" প্রথম মেট্রোয় সওয়ার হলেন ৫০০ এর বেশি যাত্রী।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ভরা কোটাল থেকে রক্ষা পেল না মুখ্যমন্ত্রীর বাড়িও, হুড়মুড়িয়ে ধুকল জল...

শুক্রবারেই অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি...

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



03 24